বৃহস্পতিবার, অক্টোবর ৯

পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি ও পূজামণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।

বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পুরোহিতকে মারধর করলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা দেখা দেয়।

এজাহারে আরও বলা হয়, এর আগে রাজীব পূজামণ্ডপের সামনে এসে উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের হুমকি দিয়েছিলেন। পরে কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আশ্বাস দেন যে আর এমন করবেন না। কিন্তু শুক্রবার সকালে আবারও তিনি মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত করেন এবং মূর্তিকে অবমাননাকর মন্তব্য করেন। মামলায় কয়েকজন স্থানীয়কে সাক্ষী করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ মাহমুদ বলেন, “অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে (নং-২, তারিখ ৩/১০/২৫ ইং)। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে অভিযোগ ওঠার পর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রানু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী বলেন, “রাজীব কোনো পদে না থাকলেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয়। ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *