
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল দশটায় সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের এস এস রোড প্রেসক্লাব হয়ে দরগা পট্টিতে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি তাদের কথামতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দেশবাসী এটা মেনে নেবে না। জুলাই আন্দোলনের যারা অংশগ্রহণ করেছে যারা আত্মহুতি দিয়েছে তাদের সাথে আপনি বেইমানি করছেন। আপনাকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আন্দোলনের মাধ্যমে নভেম্বর মাসেই গণভোট আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যেকোনো আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার উদাত্ত্ব আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
