
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা উদযাপন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। দিবসটি উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে “আশুরার তাৎপর্য ও শাহাদাতে কারবালার শিক্ষা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ জুলাই) বিকেল ৫ টায় পল্টনস্থ আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের আমীর জননেতা মোস্তফা বশীরুল হাসান। আলোচক ছিলেন ঢাকা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, উত্তরের আমীর মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ ভূঁঞা, উত্তরের নায়েবে আমীর ও কাজীপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামী।

আলোচকবৃন্দ বলেন, মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরার দিনে ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছিল। এর মধ্যে একটি হলো কারবালার প্রান্তরে পরিবারবর্গসহ ইমাম হোসাইন রা. এর শাহাদাতের ঘটনা। রাসুলুল্লাহ সাঃ এর দৌহিত্র ইমাম হোসাইন রা. জীবন বিসর্জন দিয়ে মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন, জীবন যাবে, তবুও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। তাই, ইমামের থেকে শিক্ষা গ্রহণ করে ইয়াজিদী শাসন ব্যবস্থা উৎখাত করে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণের জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগরী দক্ষিণের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী নাশীদ পরিবেশন করেন মুহাম্মাদ আহানাফ ভূঁইয়া।
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।