বুধবার, ফেব্রুয়ারি ৫

পদত্যাগ করলেন ইআবি ভিসি অধ্যাপক আবদুর রশীদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, পদত্যাগ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।

ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ড. আবদুর রশীদ আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, আমরা জানতে পেরেছি উপাচার্য মহোদয় সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে পাঠাননি। সম্ভবত তিনি ই-মেইলে পাঠিয়েছেন।

এদিকে, আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা সকাল থেকেই উপাচার্য অধ্যাপক আবদুর রশীদের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা বৈষম্য নিরসন-সহ পদন্নোতির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *