
হাজারো মুসল্লীর অংশগ্রহণে পঞ্চগড় জেলায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। জেলার এই অন্যতম ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পঞ্চগড় শহরসহ আশেপাশের এলাকাগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক বিশেষ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গতকাল (২৮ আগস্ট) রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমাস্থলে আসতে শুরু করে। মুসল্লীদের উপচেপড়া ভিড় সামলাতে প্রশাসনও নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার প্রথম দিনে নিযামুদ্দীন মারকাজ অনুসারী মুরব্বী ও আলেমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন এবং ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
ইজতেমার আয়োজক কমিটির একজন সদস্য জানিয়েছেন, “এবারের ইজতেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে শুধু পঞ্চগড় জেলার মুসল্লীরাই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমদেরও অংশগ্রহণ রয়েছে।”
তিন দিনের এই ইজতেমায় নামাজ, দোয়া এবং বিশেষ মোনাজাতের পাশাপাশি ইসলামিক শিক্ষা এবং ঈমানী দায়িত্ব সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও, মুসলিম উম্মাহর ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী ইজতেমা শেষ হবে বলে জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি।