সোমবার, ডিসেম্বর ২২

তানোরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীর তানোরে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, তানোর পৌর বিএনপির নেতা আব্দুল মালেক মন্ডল এবং তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মোল্লা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় বিএনপির নেতা আবুল হাসেমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর পৌর এলাকার বিভিন্ন মহল্লা এবং গোল্লাপাড়া বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই তানোর পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *