রবিবার, ডিসেম্বর ২৮

নেপালের কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ: সেনাবাহিনীর গুলিতে নিহত ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||

নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালালে তারা নিহত হন।

এই ঘটনায় আরো ১২জন কয়েদি আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।

এর আগে, মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দীর মৃত্যু হয়েছে। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দী নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন।

এদিকে, নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে। বুধবার সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দীকে আটক করা হয়েছে।

এদিকে, দেশটির কাঞ্চনপুরের চাঁদনীতে, ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বন্দীকে আটক করে নেপালের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরো জানিয়েছে, স্থানীয়রা একজন বন্দীকে আটক করে স্থানীয় পুলিশ অফিসের কাছে হস্তান্তর করেছে। এছাড়াও ১২ জন বন্দী স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *