শুক্রবার, জানুয়ারি ২৩

নির্বাচনি বৈতরণী পার হতে বিএনপির ‘থিম সং’ উদ্বোধন আজ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নিজেদের অফিসিয়াল নির্বাচনি ‘থিম সং’ উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিম সং-এ আগামীর বাংলাদেশ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও জনকল্যাণমুখী পরিকল্পনার প্রতিফলন ঘটানো হয়েছে।

বুধবার রাত ১২টা ১ মিনিটে (২২ জানুয়ারির প্রথম প্রহর) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে থিম সংটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেল ও নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, তারেক রহমানের ‘ভিশন’ এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণায় নতুন মাত্রা যোগ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজ বুধবার (২১ জানুয়ারি) ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনি কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনেই দলটি তাদের প্রচারণার প্রধান এই হাতিয়ারটি জনসমক্ষে আনতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *