বৃহস্পতিবার, অক্টোবর ৯

নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে : মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে দেশি–বিদেশি চক্রান্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো তৎপর নয়, আমাদের সতর্ক থাকতে হবে।” তিনি এ ন্যাক্কারজনক ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপসার আইচগাতী এলাকায় বাবুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে বাবুর ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনাবেচা ও নিষিদ্ধ দলের লোকজনকে ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” আবু হোসেন বাবুর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, শেখ জামিরুল ইসলাম জামিল, কাজী মাহবুবুল হক, শরিফুল ইসলাম বাবু, আসলাম হোসেন, আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম সাগর, সুলতান মাহমুদ সুমন, মুশফিকুর রহমান অভি, ফিরোজ আহমেদ, রাজিবুল আলম বাপ্পি, শামীম খান, শামসুল আলম বাদল, শামীম রেজা, মামুনুর রহমান, মাসুদ রুমী, সজল আকন নাসিব, সালাউদ্দিন সান্নু, পারভেজ মোল্লা, রুহুল আমিন রাসেল, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ, সোহেল খন্দকার, রাজু, রাফি, তামিম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা বাবুর বাড়িতে হামলা চালায়। এ সময় ২টি ককটেল নিক্ষেপ করা হয়। পরে লোকজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালানোর সময় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *