মঙ্গলবার, জানুয়ারি ২৭

নির্বাচন হবে উৎসবমুখর; মানুষ প্রস্তুত: নজরুল মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা–২ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের জাতীয় নির্বাচন নানা দিক থেকে ব্যতিক্রম ও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। সে কারণেই সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর শেরেবাংলা রোডের গল্লামারী এলাকা এবং পরে ২৫ নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। তিনি বলেন, তারা যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। ভোটাররা প্রার্থীর সঙ্গে কথা বলছেন, নিজেদের অভিযোগ ও প্রত্যাশার কথা জানাচ্ছেন। এই জনসম্পৃক্ততা দেখে তারা নিজেরাও বিস্মিত।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে আনন্দমুখর ও শান্তিপূর্ণ। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ইতিবাচক। নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই ধারা বজায় থাকলে দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির এই প্রার্থী বলেন, জনগণ উন্নয়ন ও নিরাপত্তা চায়। এসব বিষয়কে সামনে রেখেই তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই হবে না, সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান সংকট উত্তরণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়তে হবে। এই দেশই আমাদের একমাত্র ঠিকানা।

এদিন আসর নামাজের পর নিরালা মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত গণসংযোগ করেন তিনি। পরে মাগরিবের পর খুলনা মহানগর ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শামীম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, রবিউল ইসলাম ও সুমন হাওলাদার।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *