বৃহস্পতিবার, অক্টোবর ৯

নিখোঁজের ৪৫ দিনেও সন্ধান মেলেনি ১৫ বছর বয়সী শিক্ষার্থী সুমাইয়ার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ৪৫ দিন অতিক্রান্ত হলেও এখনও সন্ধান মেলেনি। সে বেঁচে আছে কিনা তাও নিশ্চিত হতে পারছেন না বাবা-মা।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) মেয়ের সন্ধান চেয়ে সাটুরিয়া ডাক বাংলোয় সংবাদ সম্মেলন করেন নিখোঁজ সুমাইয়ার বাবা মো. সিরাজুল ইসলাম ও মা নিলুফা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বজন ও স্থানীয়রা।

লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, তার ১৫ বছর বয়সী মেয়ে সুমাইয়া গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হরগজ বাজারে গিয়েছিল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি, এমনকি পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। আত্মীয়স্বজন ও বান্ধবীদের বাড়ি খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ সময় তিনি বলেন, “মেয়ের নিখোঁজের পরপরই সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার ৪৫ দিন পার হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি। আমার মেয়েকে ফিরে পেতে আমি সমাজ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

মেয়ে নিখোঁজের বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে মা নিলুফা আক্তার বলেন, “৪৫ দিন হয়ে গেল, আমার মেয়ের কোনো খোঁজ পাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *