মঙ্গলবার, জানুয়ারি ১৩

নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য : শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে একটি শোকবই খোলা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই শোকবইয়ের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভিসি নিজেই শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তাঁর লেখনীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং বিশেষ করে দেশের শিক্ষা ও নারী শিক্ষার অগ্রগতিতে তাঁর অনন্য ও গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শোকবই উন্মুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম,প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান,রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ও বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসার প্রতিনিধিগণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *