বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

নাগেশ্বরীর নতুন ইউএনও শারমিন জাহান লুনার সঙ্গে সুধীজনের পরিচিতিসভা

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা”র সঙ্গে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতের উপজেলা আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর-ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান প্রমুখ।

বক্তারা নবাগত নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনাকে স্বাগত জানান এবং ন্যায় সংগত কাজে সহযোগিতা করার কথা বলেন।

সভায় নবাগত ইউএনও শারমিন জাহান লুনা বলেন, ঐতিহ্যে গাঁথা নাগেশ্বরী উপজেলা দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র নদ-নদী বেষ্টিত, সীমান্ত ঘেষাঁ ও কৃষিতে ভরপুর ধান, পাট, পেঁয়াজ, হস্তশিল্প নকশি কাঁথা, বাঁশ ও বেতের গাঁথুনি ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে। এটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এর নিজস্ব সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। এ উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১পৌরসভা নিয়ে গঠিত আর ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। একই-সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *