মঙ্গলবার, জানুয়ারি ১৩

নাগেশ্বরীর আয়নালের ঘাটে দুধকুমার নদী থেকে বালু উত্তোলন : নদী ভাঙ্গনের মুখে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের আয়নালের ঘাট সংলগ্ন দুধকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে স্থানীয় হাসান আলী ও আফছার হোসেন প্রশাসনের নাম ভাঙিয়ে দীর্ঘ ২০ দিন ধরে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে ফায়দা লুটছেন বলে জানা গেছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি এবং হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের সুরক্ষা বাঁধ।

​সরেজমিনে গিয়ে জানা যায়, মাত্র দুই মাস আগে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির মানববন্ধনের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড আয়নালের ঘাট এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলেছিল। অথচ সেই জিও ব্যাগ সংলগ্ন এলাকা থেকেই বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনী গ্রামের হাসান আলী ও আফছার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে বালু তুলছেন।

স্থানীয় কৃষক সেকেন্দার আলী ও মতিউর রহমান অভিযোগ করে জানান, ড্রেজার দিয়ে বালু তোলার কারণে আবাদি জমির পাশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না।

​বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে হাসান আলী ও আফছার হোসেন দাবি করেন, তারা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে সাপ্তাহিক মাসোহারা দিয়ে এই কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নাগেশ্বরী এসিল্যান্ড দেখবেন বলেও তারা জানান।

​এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ প্রসঙ্গে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে বালু উত্তোলন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *