
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার আয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনায় ১৮ ডিসেম্বর এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় নাগেশ্বরী সোনালী ব্যাংকের ম্যনেজার এরশাদুল হকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ম্যানেজার মামুনুর রশিদ হেলালী, নাগেশ্বেী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শিক্ষক ওমর ফারুকসহ সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখার গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
