সোমবার, ডিসেম্বর ২২

নাগেশ্বরীতে সম্প্রীতির বন্ধনে ৮ম বার্ষিক মহানামযজ্ঞ উদযাপিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা মহানামযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে ৪দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন অপ্রাকৃত লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

‎আধ্যাত্মিক চেতনা আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো কুড়িগ্রামের নাগেশ্বরীতে। শ্রীকৃষ্ণের অপার কৃপায় গোঁসাইরবাসা শিব মন্দির প্রাঙ্গণে অত্যন্ত জাঁক জমক পূর্ণভাবে সম্পন্ন হলো নাগেশ্বরী  মহানামযজ্ঞ উদযাপন পরিষদের অষ্টম আয়োজন।

‎ভক্তি ও উৎসবের মেলবন্ধন নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীর হাট এলাকায় গত বুধবার ১৭ডিসেম্বর থেকে শুরু হওয়া গোসাইয়ের বাসা শিব ঠাকুর মন্দির দেবেত্তর স্টেট শ্রীপুরে মনমুগ্ধকর পরিবেশে প্রায় ৪০ হাজার লোকের আয়োজনে ভারতের মুর্শিদাবাদ জেলার খুড় গ্রাম থানার কলগ্রামের শ্রী শ্রী নিতাই গৌরী কীর্ত্তন সপ্রদায়ের শ্রীমতী বনশ্রী মন্ডল ও
‎ বাংলাদেশের বিভিন্ন এলাকার শিল্পীদের পরিবেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এছারাও প্রতিবছর এ আয়োজন হবে বলে জানান  উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরচন্দ্র বর্মণ ফন্টু।

অনুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার শ্রতা ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রশাদ খেয়ে রাত জেগে লিলা কীর্তন  উপভোগ করে। আয়োজক বসন্ত কুমার, প্রভাষক সুভাষ চন্দ্র জানান ইতিমধ্যে আজকে শুক্রবার তৃতীয় দিনে ভগবানের কৃপায় প্রায় ৭০ হাজার ধর্ম প্রাণ ভক্তেদের হাতে প্রসাদ তুলে দিতে পেরেছি, অনেক সুন্দর ভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনুগামীরা অনুষ্ঠান উপভোক করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *