
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে দিবসটি পালন করেছে। এদিন সকালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়।
পরে বাসস্ট্যান্ড্যের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব এর যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, নাজির হোসেন মাষ্টার, যুব নেতা ফারুক আহমেদ প্রমুখ।
এরপর এক বিক্ষোভ মিছিল করে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এক পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন গতি পায়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শেষে বক্তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সাইফুর রহমান রানাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
