শুক্রবার, নভেম্বর ১৪

নাগেশ্বরীতে ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা হিসেবে শর্ষে বিজ ও সার বিতরণ

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা হিসেবে শর্ষে বিজ ও সার বিতরণ করা হয়েছে।‎ সোমবার  (০৩ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। 

‎২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কৃষি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। এছাড়াও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষক কৃষাণী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎এবারে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে সরিষা, ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *