শুক্রবার, মে ২

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব ও বেরুবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক এবং সদস্য সচিব মো. আজিজুল হক।

বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গৌরবোজ্জ্বল দিন। দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইনের সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” তারা বর্তমান সরকারের তথাকথিত ‘শ্রমিক-বান্ধব’ নীতির বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন ব্যাপারী।

আয়োজনে উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। দিনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *