
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
সারাদেশের ন্যায় নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি এবং আলোচনা সভা শ্রেষ্ঠ মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।”মা মাছ ধ্বংস করবো না, করতেও দেবো না” – এই হোক আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় আবারো দেশি মাছে ভরে উঠুক আমাদের খাল-বিল ও নদী-নালা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবং উপজলো পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন নাগেশ্বরী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।