রবিবার, ডিসেম্বর ২৮

নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী থানা কার্যালয়ে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।

‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এ জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে পাশে চাই।

‎বক্তারা জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেল চালিত ভবঘুরাদের আইনের আওতায় আনা, নাগেশ্বরী বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ জোরদারের মাধ্যমে যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ এবং মোবাইলে জুয়া খেলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎সভা সঞ্চালনা করেন থানার সাব-ইন্সপেক্টর প্রভাত চন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *