সোমবার, জানুয়ারি ২৬

নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় সরিষা ক্ষেতের ধারে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখা গেলেও বিষয়টি তখন কেউ গুরুত্ব দেয়নি। এখন লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। রাতের কোনো এক সময় তাকে হত্যার পর এখানে লাশ ফেলে রাখা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং হত্যাকাণ্ডের প্রমাণ মিললে জড়িতদের শনাক্তে দ্রুত অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *