বুধবার, অক্টোবর ২৯

দ্বীন প্রতিষ্ঠার নেতৃত্ব হতে হবে সত্য ও ন্যায়ের উপর অটল ও অবিচল _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেছেন, ইসলামী আন্দোলনে নেতৃত্ব একটি বিশাল বিষয়। নেতৃত্ব হতে হবে সত্য ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। তেমনি বাতিলের সাথে হবে আপোষহীন। যে নেতৃত্ব হক বাতিলের মধ্যে মিশ্রণ ঘটাবে, হকের উপর টিকে থাকতে ব্যর্থ হবে, সেই নেতৃত্বে দিয়ে আর যাই হোক দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব নয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ জোহর নীলফামারী জেলার ডোমার থানাধীন শুকনাপুকুর বাজার বাইতুন নূর জামে মসজিদে নীলফামারী জেলা শাখার কর্মী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব প্রফেসর দেলোয়ার রহমান। বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার, পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের, নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা নবাব আলী সাহেব ও পঞ্চগড় জেলা শাখার সদস্য মাওলানা আমিনুল ইসলাম আকন। বৈঠক পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহতাব উদ্দিন আজাদী।

প্রধান অতিথি মাওলানা রুহুল আমিন আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের সূরা হুদের ১১২ এবং ১৩ নাম্বার আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহর নির্দেশের উপর অটল ও অবিচল থাকার এবং সীমালংঘন না করার নির্দেশ দিয়েছেন। এবং জালেমের সাথে ঝুঁকে না যাওয়ারও নিষেধ করেছেন। উক্ত আয়াত দুটি নাযিল হওয়ার পর আল্লাহর রাসূল খুব বেশী চিন্তা করতেন, তবে সেই চিন্তা তাঁর নিজের জন্য করতেন না; করতেন তাঁর উম্মতের জন্য । আমার উম্মত কি দ্বীনে হকের উপর অটল ও অবিচল টিকে থাকতে পারবে! এবং জালিমের সাথে আপোষ না করে অর্থাৎ জালেমের দিকে না ঝুঁকে সত্য ও ন্যায়ের উপর থাকতে পারবে! অতএব আমরা যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলি, দ্বীনী আন্দোলন করি; আমাদের উচিৎ-সূরা হুদের ১১২ এবং ১১৩ নাম্বার আয়াতের উপর আমলদার হওয়া। ইসলামী ঐক্য আন্দোলন চেষ্টা করছে সত্য ন্যায়ের উপর অটল- অবিচল, এবং আপোষহীন থাকার। তবে ইতিমধ্যেই ইসলামী ঐক্য আন্দোলন জালিমের সাথে জোট-ভোটে না গিয়ে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার যে নজীর স্থাপন করেছে; তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এসকল কারণেই প্রচলিত রাজনীতির পরিবর্তে ইসলামী বিপ্লবের পক্ষে ইসলামী ঐক্য আন্দোলন বাদেও হাজারো বক্তা, আলেম-ওলামা, রাষ্ট্রচিন্তক এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *