রবিবার, আগস্ট ২৪

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত: ইয়াবা-গাঁজাসহ ২ জনকে আটকের পর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই আতাউর রহমান সজিব, এ.এস.আই মাহফুজুর রহমানসহ আনসার সদস্যরা।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বাসাইল গ্রামের ছানোয়ার মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (২৯) ও একই গ্রামের সামাদ সরদারের ছেলে ইমরান সরদার (২৭)।

বুধবার (৬ আগস্ট) দুপুরে দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারের পাশ থেকে ২ জনকে ২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *