
|| ধর্ম ডেস্ক ||
মহান আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একে অপরের প্রতি যে ভালোবাসা ও মহব্বত তৈরি হয়, এতে আল্লাহর রহমত-বরকত নিহিত। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন, স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে। তাই এ মধুর প্রেমময় সম্পর্ক গভীর থেকে গভীরতর করতে বেশি বেশি দোয়া করা উচিত।
স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির দোয়া
মহান আল্লাহ তায়ালা বান্দার পারিবারিক সুখ-শান্তির জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, যেন সে এ অসাধারণ দোয়া তার পরিবার পরিজনের জন্য করে।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন,
رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আজওয়াজ্বিনা ওয়া যুর্রিয়্যাতিনা কুররাতা আ’ইয়ুনিঁ-ওয়াজ্আলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান কর নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। (সুরা আল ফুরকান-৭৪)