বৃহস্পতিবার, অক্টোবর ৯

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার সোনাডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর। শেষ রক্তবিন্দু দিয়েও এ সংগ্রাম চালিয়ে যাব। বিএনপি কখনো মব সংস্কৃতি সৃষ্টি করেনি এবং উশৃঙ্খল জনতন্ত্রে বিশ্বাস করে না।”

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। খেলায় লাল ও সবুজ দুই দল অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে ড্র হলে টাইব্রেকারে সবুজ দল ৫–৪ গোলে জয় লাভ করে। লাল দলের হয়ে গোল করেন সোহেল এবং সবুজ দলের হয়ে গোল করেন জামাল।

রেফারির দায়িত্বে ছিলেন কামাল আহমেদ, নাজমুল ইসলাম ও মাহবুব মোড়ল। ধারাভাষ্য দেন এডভোকেট প্রজেশ রায়। খেলায় বাংলাদেশ জাতীয় দল, ঢাকার বিভিন্ন ক্লাব ও খুলনার কৃতি ফুটবলাররা অংশগ্রহণ করেন।

মাঠে খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক ও সাবেক কৃতি ফুটবলার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *