
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে, যা কার্যকর হয়েছে বুধবার (৩ ডিসেম্বর) থেকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা কমার পর আজ, বুধবার (১০ ডিসেম্বর), একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্বর্ণের পরিবর্তিত মূল্যতালিকা
| ক্যারেট | প্রতি ভরি মূল্য (টাকায়) |
|---|---|
| ২২ ক্যারেট | ২,১১,০৯৫ টাকা |
| ২১ ক্যারেট | ২,০১,৪৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৭২,৭০৯ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৪৩,৬৮৯ টাকা |
📌 গুরুত্বপূর্ণ নোট: সোনার বিক্রয়মূল্যের সাথে ক্রেতাকে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (গয়নার ডিজাইন ও মানভেদে ভিন্ন হতে পারে) যোগ করে পরিশোধ করতে হবে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমালেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
| ক্যারেট | প্রতি ভরি মূল্য (টাকায়) |
|---|---|
| ২২ ক্যারেট | ৪,২৪৬ টাকা |
| ২১ ক্যারেট | ৪,০৪৭ টাকা |
| ১৮ ক্যারেট | ৩,৪৭৬ টাকা |
| সনাতন পদ্ধতি | ২,৬০২ টাকা |
