
|| মো. নুরুল হুদা ||
চব্বিশ গেল কাঁদিয়ে-হাসিয়ে
এলো দুই হাজার পঁচিশ সাল,
চব্বিশ গেল রক্ত ঝরিয়ে
এলো এবার পঁচিশের সকাল।
ভাল-মন্দ সবই হলো
এসব বলছি বাংলাদেশের কথা,
ফিলিস্তিনে আজো রক্ত ঝরে
চায় না বুঝতে তাদের মনের ব্যথা।
আমার দেশে বিপ্লব হল
সুন্দর করবে দেশ,
আন্দোলন আর অস্থিরতায়
স্বপ্ন হচ্ছে শেষ।
মিলেমিশে থাকব মোরা
মনে রাখি আশা,
শান্তি আনুক পঁচিশ সাল
কাটুক মনের হতাশা।
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ১ জানুয়ারি, ২০২৫ খ্রি.।