রবিবার, আগস্ট ২৪

দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে আ’লীগের ৪৫ জন গ্রেফতার

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||

দিনাজপুরের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) রাতে জেলার ১৩টি থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীসহ মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৪৫ জনকে নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকিরা ওয়ারেন্ট ও বিভিন্ন মামলার পলাতক আসামি।

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাদের আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন। নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *