
|| নিজস্ব প্রতিবেদক ||
কুষ্টিয়ার আলফা মোড়স্থ দারুন নাজাত মডেল মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন মেধাবী শিক্ষার্থী হাফেজ মোঃ মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে সে। নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পি বাজার এলাকার মোঃ কাজী ফজলুর রহমান ও মোছাঃ মমতাজ বেগম দম্পতির পুত্র মাহমুদুর রহমান।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল উস্তাজ হাফেজ মাওলানা মোঃ আবু দাউদ সাহেব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের এই আশ্চর্য সফরের প্রতিটি ধাপে ছিল ত্যাগ, অধ্যবসায়, ছিল আল্লাহর অফুরন্ত রহমত ও পরিবার-শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন সাহেব। এছাড়াও এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সদ্য সম্পন্ন হাফেজ মাহবুবুর রহমানের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তাঁর হিফজ কবুল করুন, কল্যাণময় জীবন দান করুন, এবং কুরআনের আমলদার হিসেবে গড়ে তুলুন। আমীন।
কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত ও মনোরম পরিবেশে পরিচালিত দারুন নাজাত মডেল মাদরাসায় ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
📞 01768-956277