দাওয়াত খাওয়াই যেন কাল হলো কক্সবাজারের এক গ্যাস ব্যবসায়ীর। রাতে দাওয়াতে গিয়ে আর ফেরেননি ঘরে, সকালে ফিরলেন লাশ হয়ে।
কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং সড়ক থেকে মোহাম্মদ তারেক (৩০) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারেক উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির বলেন, রাতে কোনো অনুষ্ঠানের দাওয়াতের কথা বলে বের হয় তারেক। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।