
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. সেকেন্দার আলীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ছাত্র সংগঠনটির ইবি শাখার সভাপতি মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অনুষদের ডিন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মাহাদী হাসান, সেক্রেটারি এস এম শামীম, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
