
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলার তজুমদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজের অবকাঠামোগত বেহাল দশা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধার ঘাটতি দূর করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) কলেজর সামনের রাস্তা অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা।

কলেজ ভবনের সংস্কার ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা, আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিই ছিল মানববন্ধনের মূল লক্ষ্য।
ইতোমধ্যে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পূজা শেষে সংস্কার কাজ শুরু হবে। এছাড়া আরও ৩৫ লক্ষ টাকার বরাদ্দ এসেছে, যা শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত।
কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরুর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।