বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির আন্দোলনে নতুন গতি আনবে: নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী নির্যাতন ও নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্জু বলেন, “দীর্ঘ নির্বাসন ও নির্যাতিত জীবনের শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন পথ আমরা তার নেতৃত্বেই পাড়ি দিয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বেই আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি। তার নেতৃত্বেই কঠিন পথ পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ, তার নেতৃত্বেই ২০২৬ সালে আমরা বিজয়ী হব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরুল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এডভোকেট গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামীউল ইসলাম জামিল, ইসহাক তালুকদার, রিফাতুল ইসলাম রিফু, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, নুরুজ্জামান লিটন, আলমগীর হোসেন আলম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইমন ইসলাম রাজ্জাক, সাখাওয়াত হোসেন, শামীম আশরাফসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে উপস্থিত হন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *