বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভূরুঙ্গামারীতে বিএনপির আনন্দ র‌্যালী

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভূরুঙ্গামারীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিল, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী কলেজ মোড়স্থ ইসলামী ব্যাংকের সামনে জমায়েত শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হুমকির মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করবে।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. সুরুজ্জামান বলেন, “তারেক রহমান দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন নতুন গতি পাবে।”

সোনাহাট বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে দেশের মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার করা সম্ভব হবে।”

বলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক বলেন, “এই স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে, দমন-পীড়ন দিয়ে সত্য ও ন্যায়ের রাজনীতি দমন করা যায় না।”

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু বলেন, “তারেক রহমান প্রবাসে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। দেশে ফিরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেবেন—এটাই জনগণের প্রত্যাশা।”

উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজি নিজাম বলেন, “বিএনপিকে দমাতে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সেই ষড়যন্ত্রের জবাব।”

সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদুল হক ও রফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি। তার নেতৃত্বেই দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরবে।”

উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক স্বপ্না বেগম বলেন, “নারী সমাজও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।”

উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে নতুন করে আশার আলো। এখন সময় ঐক্যবদ্ধ আন্দোলনের।”

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *