শুক্রবার, জানুয়ারি ২৩

তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা: সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে পড়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকেই জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এর আগে, তীব্র শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা জনসভাস্থলে অবস্থান নিতে শুরু করেন। আজ ভোর হওয়ার সাথে সাথে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন হাজার হাজার মানুষ। দুপুরের আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে জনস্রোত আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশের মাধ্যমেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, জনমঞ্চে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও যোগ দিয়েছেন, যারা সকাল ১০টার দিকেই নির্ধারিত আসনে উপবিষ্ট হন।

এর আগে, নির্বাচনী এই জনসভায় যোগ দিতে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকাতেও বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নেমেছিল। বর্তমানে জনসভাস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *