মঙ্গলবার, ডিসেম্বর ২৩

তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর হাদীর ইন্তেকাল: দেশ-জাতি এক সম্ভাবনাময় যোগ্য নেতৃত্ব হারালো _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

জুলাইযোদ্ধা ও তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, অসাধারণ বিপ্লবী ও প্রতিবাদী মাজলুম মানবতার পক্ষে আগামীদিনের সম্ভাবনাময় নেতৃত্বের বিদায়ে গোটা জাতি এক স্পষ্ট ও সত্যভাষী যোগ্য নেতৃত্বকে হারালো। গোটা জাতি গভীরভাবে শোকাহত তাদের হৃদয়ের কলিজার টুকরা হাদীর জন্য। অতি অল্প বয়সে জাতির হৃদয় জয় করেছিল হাদী। মানবতার পক্ষে, মাজলুমের পক্ষে তাঁর বৈপ্লবিক ও প্রতিবাদী বক্তব্য আগামীদিনের বিপ্লবীদের পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ গোটা দেশবাসীকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

নেতৃদ্বয় আরো বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় জুলাইযোদ্ধার উপরে এই হামলা সাধারণ কোন হামলা নয়, এই হামলা দেশ-জাতির জন্য অশনি সংকেত। দেশের এই পরিস্থিতির জন্য প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতাই দায়ী।

নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এদের সাথে যারা জড়িত, তাদের মুখোশ উম্মোচন সরকারকে অবশ্যই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *