শুক্রবার, নভেম্বর ২২

তাবলীগের শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’র যাত্রা শুরু

বাংলাদেশে তাবলীগের নিজামুদ্দীন মারকাজ অনুসারী হাফেজ, ইমাম-খতিব এবং আলেমদের সমন্বয়ে গঠিত ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সংগঠনটি যাত্রা শুরু করে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো, তাবলীগ জামাতের কার্যক্রমে যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম-অবিচার ও বৈষম্য দূর করা এবং সবক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করা।

এই পরিষদ বিশ্বাস করে যে, ইসলামের শিক্ষাকে সঠিকভাবে অনুসরণ করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাবলীগের কার্যক্রমে শৃঙ্খলা, নৈতিকতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা আবশ্যক। সংগঠনটি দেশের বিভিন্ন স্থানের তাবলীগের সাথে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও আলেমদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাফেজ, ইমাম-খতিব ও আলেমদের সংযুক্ত করা হবে। তাদের নাম, ঠিকানা এবং যোগাযোগ নম্বর সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রমের প্রচার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে।

সংগঠনের অন্যতম উদ্দেশ্য হলো, তাবলীগের কাজের স্বচ্ছতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এই লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য হলো- তাবলীগ জামাতের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম-অবিচার ও বৈষম্য দূর করা। ইসলামের শিক্ষাকে অনুসরণ করে তাবলীগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা।

সংগঠনের দায়িত্বশীল সদস্য হাফেজ হাসান জামান আশা করছেন, ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’ তাবলীগের কাজকে আরো সুসংহত ও সফল করে তুলবে এবং ইসলামের শান্তির বার্তা আরও ব্যাপকভাবে প্রচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *