
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত গরুর গোয়ালঘরের পেছনে রান্নার কাজে ব্যবহৃত লাকড়ির স্তূপের নিচে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই অভিযানে একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি সংরক্ষণের ঘরের খড়ের নিচে এবং জয়নাল নামের এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত খড়ি রাখার ঘরের নিচ থেকেও আরও অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে “MADE IN USA 7.0-5 MM” লেখা রয়েছে। এছাড়া দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের পর র্যাব সদস্যরা ঘটনাস্থলের আশপাশের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন। তবে তারা উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কারা সেখানে রেখে গেছে কিংবা এগুলোর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্ট কেউ এসব অস্ত্রের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেনি বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কোনো অপরাধী চক্রের মাধ্যমে এলাকায় মজুত করা হয়েছিল কি না—সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
পরবর্তীতে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গোলাবারুদ, পাইপগান ও অস্ত্রের অন্যান্য খুচরা যন্ত্রাংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।
