ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে পশ্চিমবঙ্গে। সেখানকার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সবার। সকল শ্রেণির মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। বসে নেই টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় এক মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাদের এই অপূরণীয় ক্ষতি হল তাদের জন্য আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাদের এই বেদনকে লাঘব করতে পারবে না।’
তার কথায়, ‘আমি ভীষণভাবে এর বিচার চাই। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।’
প্রসেনজিৎয়ের মতোই সরব হয়েছেন দেব। নিজের ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন। স্বস্তিকা, ঋতুপর্ণাসহ অনেকেই প্রতিবাদী বুলি আউড়েছেন।