মঙ্গলবার, ডিসেম্বর ২৩

তজুমদ্দিনের চাচড়ায় দোকানে হামলা চালিয়ে পিতা-পুত্রকে জখম; হাসপাতালে ভর্তি

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারের একটি দোকানে হামলা, লুটপাট ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে চাচড়া ইউনিয়নের আনন্দ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, একই এলাকার ইয়াসিনের ছেলে মান্না, নুরনবীর ছেলে তুহিন, মোতাহারের ছেলে শরীফ, শাহীন, আকবরসহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক তাজউদ্দিন বাহার ও তার পিতা জয়নাল শিকদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় দোকান থেকে নগদ প্রায় ৩২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত মান্না ও ইব্রাহিম বলেন, বাজারে মারামারি হয়েছে তবে দোকানের মালামাল লুটপাটের কোন ঘটনা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান, উভয় পক্ষের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল। চলতি মাসেই বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। সোমবার সন্ধ্যায় বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে বাহার শিকদার ও জয়নাল শিকদার মারাত্মকভাবে আহত হন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *