
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে আলোচনা সভা, র্য্যালী, বৃক্ষরোপণ ও স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনা পরিস্কার
কর্মসূচি পালন করা হয়।

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবাহক হারুন অর রশিদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ সদস্য শাহ মোঃ শাহিন শাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাবেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন। এছাড়া আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান পাটোয়ারী, আবদুল গফুর, আল মামুন, হাজী সাইদুর রহমান, মোরশেদ আলম তৌহীদ, জামাল উদ্দিন প্রমূখ।