
|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||
ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা-মৃত নজির আহম্মেদ, মাতা-মৃত আঞ্জুরা বেগম, সাং—শশীগঞ্জ, ৫নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন, ভোলা-কে আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, ভোলা জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে।
