মঙ্গলবার, নভেম্বর ৪

তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||

শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ এ. মুমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন, ডাঃ মনিরুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডাঃ ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক (ভোলা) এম. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।

দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে গণমাধ্যম জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি সৈয়দ এ. মুমেন বলেন, “শুধু সরকার নয় গণমাধ্যম, সমাজের সচেতন মানুষ ও স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করলে টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব।”

ডাঃ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “টাইফয়েড টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বয়সে টিকা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।”

এছাড়া বক্তারা টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের মধ্যে টিকার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।

ওয়ার্কশপ শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী মিডিয়াকর্মীরা মাঠ পর্যায়ে টিকাদান প্রচারণা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবং উপস্থিত সবাই টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম ব্যবহার করে গ্রামীণ জনগণের মাঝে টিকাদান সম্পর্কে প্রচার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *