
|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ইমন মটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাটমারা মাহফিল থেকে মটরসাইকেল যোগে নিজ বাড়ি তজুমদ্দিনে আসার পথে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জের হাট সংলগ্ন রাস্তায় অপর দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতাল এবং রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত ইমন তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার ফার্মেসি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
