ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি’২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের (একাডেমিক) কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, এমআইইউ-এর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, ছাত্র-বিষয়ক বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কারিকুলাম প্রনয়ণ ও সিলেকশন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন।