রবিবার, আগস্ট ২৪

ঢাকা আলিয়ায় ফাজিল (অনার্স)-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সবক অনুষ্ঠান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ফাজিল অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মুনিরুজ্জামান ভূঁঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মনজুরুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মহসিন কবির। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ফাজিল অনার্স শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুনিরুজ্জামান ভূঁঞা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ইসলামের শাশ্বত মূর্ত প্রতীক হতে হবে। নিজেদের আদর্শ ও নৈতিকতায় গড়ে তুলতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে। আলিয়া মাদ্রাসাকে অবক্ষয় থেকে উত্তোলন করে নতুন পথে নতুন বাংলাদেশ গড়তে হবে।

তিনি শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী পড়াশোনা ও কুরআন, হাদীস, দাওয়াত ও আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। তার মতে, আগামীর সভ্যতা হতে হবে ইসলামী সভ্যতা।

মুনিরুজ্জামান ভূঁঞা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল অগ্রণী ভূমিকা পালনকারী। তারা নিপীড়ন ও নির্যাতন সহ্য করেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *