রবিবার, অক্টোবর ২৬

ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২৩ ও ২৪ অক্টোবর ২০২৫ খ্রি., অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সে কী-নোট সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মালয়েশিয়ার টেলরস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কাজুয়োশি উয়েনো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুসুমু আরাকি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের শিক্ষক ড. ফারশিদ রামেজানিপুর উক্ত কী-নোট সেশনে বক্তব্য রাখেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরস্থ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গলফ ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে ইউআইটিএস-এর উপাচার্য তার বক্তব্যে বলেন যে, এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষক ও গবেষকদের মধ্যে গবেষণাসংক্রান্ত মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে, গবেষকদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পায়। সর্বোপরি তাঁদের উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। নিয়মিত এ ধরনের আয়োজন গবেষকদের নতুন নতুন উদ্ভাবন আগামী দিনের জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় অবদান রাখবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের পৃষ্ঠপোষক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে মোট ৫৩৪ টি পেপার উপস্থাপিত হয়েছে এবং দেশ-বিদেশের প্রায় ৫০০ জন গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *