শনিবার, আগস্ট ২৩

ডুমুরিয়ায় ফিলিং স্টেশন সিলগালা ও জরিমানা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সুরাইয়া অটো ফিলিং স্টেশনে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায়সহ ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন যাবত ডুমুরিয়া উপজেলাধীন মোস্তফার মোড় সংলগ্ন সিটি বাইপাস এলাকায় সুরাইয়া অটো গ্যাস ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপি গ্যাস ক্রস ফিলিং করে আসছে। এই অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক রেজাউল গাজীকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বিস্ফোরক অধিদপ্তর আইনে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়। এসময়ে অবৈধভাবে গ্যাস ফিলিং করা বিভিন্ন ব্রান্ডের ঝুকিপূর্ণ ৬৮টি এলপিজি সিলিন্ডারসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী জানান, রেজাউল গাজী ডুমুরিয়ার বাইপাস সড়কের কাটাখাল এলাকায় তার ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাত করে আসছিলেন। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সেইসাথে কম ওজনের গ্যাস ক্রয় করে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *