শনিবার, জানুয়ারি ২৪

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ নলেজ পার্টনার হিসেবে ইউআইটিএস-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||

তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’। “বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই বৃহৎ আয়োজনে নলেজ পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

এ উপলক্ষে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউআইটিএস-সহ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এবারের প্রদর্শনীকে লোকাল ম্যানুফ্যাকচারার্স, প্রোডাক্ট শোকেস, ইনোভেশন, ডিজিটাল লাইফস্টাইল ও মেগা সেলসসহ বেশ কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। যেখানে স্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড, স্টার্টআপ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শিত হবে।

এছাড়াও প্রদর্শনী চলাকালীন আইসিটি খাতের উন্নয়নে বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা এবং বিটুবি ম্যাচমেকিং সেশন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *